বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

বাকৃবিতে ক্লাস শুরু

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতরের দীর্ঘ ১২ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে শুরু হয়েছে সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার বিকেল ৫টায় আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। রবিবার থেকে নিয়মিতভাবে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

This post has already been read 4565 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …