বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

ভূঞাপুরে রিডো’র বিনামূল্যে ছাগল ও গাছের চারা বিতরণ

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ভূঞাপুরে পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থা (রিডো)’র উদ্যোগে বুধবার (১২ জুলাই) বিনামূল্যে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়।

গোবিন্দাসি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সংস্থাটির আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবলুর সভাপেিত্ব প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, গোবিন্দাসি ইউনিয়ন পরিষদের সচিব মো. সোহরাব আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মহিলা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগিদের ৪১ জনকে একটি করে ছাগল এবং ২৫০টি বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আফসার আলী।

This post has already been read 5197 times!

Check Also

পোল্ট্রি শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করে যাবে- ডিএলএস ডিজি

এগ্রিনিউজ২৪.কম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেছেন, পোল্ট্রি শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণিসম্পদ …