বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

মুরগির বৃদ্ধি ত্বরান্বিত করবে এভোনিকের নতুন পণ্য GutCare®

evonik01নিজস্ব প্রতিবেদক : জাকজমকপূর্ণ ও জমকালো আয়োজনে রবিবার (১৬ জুলাই) ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান এভোনিক ইন্ডাস্ট্রিজ এজি (Evonik Industries AG) এর নতুন পণ্য গাটকেয়ার (GutCare®) এর উদ্বোধনী অনুষ্ঠান। GutCare® মূলত এভোনিক এর নিজস্ব উদ্ভাবিত প্রোবায়োটিক জাতীয় পণ্য।
DSC01166
উদ্বোধনী অনুষ্ঠানে এভোনিক ইন্ডাস্ট্রিজ এজি -এর বিজনেস ম্যানেজার, বাংলাদেশ ( Animal Nutrition) ডা. সনজিৎ কুমার চক্রবর্তী আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এন্টিবায়োটিকের বিকল্প হিসেবে সারা বিশ্বে প্রোবায়োটিক ব্যবহার বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। কারণ বিশ্ববাসী এখন এন্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হওয়ার জন্য চিন্তিত। আমাদের উদ্ভাবিত পণ্য GutCare® প্রাণিসম্পদ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস।

অনুষ্ঠানে এভোনিক ইন্ডাস্ট্রিজ এজি এর মার্কেটিং ডিরেক্টর গ্রান্ট জি (Mr. Grant Xie)  কোম্পানির ব্র্যান্ডিং, পণ্যের গুণগত মান, ব্যবসায়িক প্রবৃদ্ধি ইত্যাদি বিষয় অবহিত করেন আগত অতিথিদের মাঝে। এ সময় তিনি জানান, সারাবিশ্বে মোট ১৩.৫ বিলিয়ন ইউরোর ব্যবসা রয়েছে এভোনিকের। এছাড়াও কোম্পানির লাভের হার ১৮.২ এবং মোট কর্মসংস্থানের পরিমান ৩৩,৫৭৬ জন। ২০১৫ সনে কোম্পানির  Animal Nutrition পণ্যের বিক্রির পরিমাণ ছিল প্রায় ২ বিলিয়ন ইউরো।
02
অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমেGutCare® এর বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত এবং ফলাফল তুলে ধরেন কোম্পানির বিজনেস ডিরেক্টর  (Animal Nutrition) ডা. শ্রীধর প্যাটেল ( Dr. Shreedhar Patel)। তিনি জানান, বিশ্বে আবিষ্কৃক অন্যান্য প্রোবায়োটিকের তুলনায় GutCare® একটি ভিন্নধর্মী পণ্য। কারণ প্রায় ৩% আর্দ্রতা কমানোর মাধ্যমে মুরগির বৃদ্ধিকে এটি ত্বরান্বিত করে। cএছাড়াও তিনি মাইক্রোবায়াল সেনসিটিভিটি টেস্ট দেখিয়ে প্রমাণ দেখান যে, এটি Bacillus subtilis DSM 32315 strain, Clostridium perfringens -এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।

এছাড়াও অনুষ্ঠানে “The right probiotic with proven mode of action” শীর্ষক টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কোম্পানির হেড অব টেকনিক্যাল সার্ভিস ডিরেক্টর ডা. কিরন দরনালি (Dr. Kiran Dornalli)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির টেকনিক্যাল সার্ভিস ডিরেক্টর Dr. Girish Channarayapatna, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ছাড়াও বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, উদ্যোক্তা, বিজ্ঞানী, পুষ্টিবিদ।

উল্লেখ্য, কথার ফাকে ফাকে পেশাদার শিল্পীদের নৃত্য পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা, খেলার আয়োজন অনুষ্ঠানটিকে বেশ উপভোগ্য এবং ভিন্ন মাত্রা প্রদান করে।

This post has already been read 5282 times!

Check Also

ডিম, মুরগি ও ফিড উৎপাদনে ধ্বসরে আশংকা

বিশেষ সংবাদদাতা : পোল্ট্রি শিল্পের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনকারি ব্রিডার্স …