রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

রাবি প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

RU Pic-01-20.07.17এস.এম.আল-আমিন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের দিনব্যাপি নানা আয়োজনে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টায় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ডীনস কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি তাসলিমুল আলম তৌহিদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, প্রধান আলোচক ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশ ব্যুরো চীফ শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাকিল মেরাজ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম রাজু।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান সাংবাদিকতাকে একটা মহৎ পেশা উল্লেখ করে বলেন, সাংবাদিকতায় কোন পক্ষপাতিত্ব নয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে হবে। দল মত নির্বিশেষে সত্যকে সত্য হিসেবে প্রকাশের মানসিকতা রেখেই সাংবাদিকতা করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, এম বোখারী আজাদ জনি, ডালিম হোসেন শান্ত, সাইফুল্লাহ সাইফ, সাবেক সহ-সভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিম, সাবেক সভাপতি বুলবুল আহমাদ ফাহিম, গোলাম রাসূল রনি, সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম নীরব প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য এম আব্দুস সোবহান।

এদিকে বিকাল ৩টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

This post has already been read 5634 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …