রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি গুলিয়াখালী বীচ

Guliakhaliখালেদ মোশারফ দিপু : গুলিয়াখালী বীচ। সাগরের কোল ঘেষে বিস্তৃত কেওড়া বন যেকোন প্রকৃতি প্রেমীকে আকর্ষণ করবে । যেখানে ভাগ্য ভাল হলে সন্ধ্যায় হরিণেরর দেখা মিলবে । বীচের পাড়ে উঁচু-নীচু সবুজ টীলা দেখতে সত্যিই অসাধারণ, যা অন্য কোন বীচে দেখা যায় না । বীচে যাওয়ার পথে রয়েছে বিস্তৃত মাঠ যেখানে ফুটবল খেলে ভালো সময় পার করা যেতে পারে। ৮/১০ জনের টীম নিয়ে গেলে ভালো হয় ।
পর্যটন এলাকা হিসেবে স্থানটির নাম যদিও তেমনভাবে পরিচিত পায়নি। তবে দিন দিন পরিচিতি লাভ করছে । এখানে বাড়তি পাওনা হিসেবে সৈকতে জেলেদের মাছ ধরার বড়শি ও জাল দিয়ে ততৈরপ ফাঁদ দেখা যাবে ।ভাটার পর জেলেরা ঐ সকল জাল থেকে মাছ ধরে সীতাকুন্ড বাজারে বিক্রি করেন। তাছাড়া সমুদ্র ভ্রমণ মনকে প্রফুল্ল করবে। সৈকত থেকে পাহাড় দেখা যায়  যা সত্যিই  অপরূপ ।
সতর্কতা
১। ২/১ জন হলে সন্ধ্যার আগে বের হয়ে আসুন না হয় পথ ভুল করবেন ।
২। খাল পার হতে হয় তাই কাঁদার ঝামেলা পোহাতে হয়।
যেভাবে যাবেন
সীতাকুণ্ড বাজারে নামতে হবে ।বাজার থেকে গুলিয়াখালী সরাসরি সিএনজি যায়। ভাড়া ১০০ টাকা ।

This post has already been read 5676 times!

Check Also

নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে প্রবেশ শুরু করেছে জেলে …