বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

এজি’র উদ্যোগে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গ্রীন চিকেন বিষয়ক সেমিনার

1পোলট্রি শিল্পে স্বনামধন্য কোম্পানি এজি এগ্রো’র উদ্যোগে রবিবার (৩০জুলাই) সকাল ১০টায় ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি তে এক সেমিনারের আয়োজন করা হয়। Safe and Healthy Chicken (Green Chicken) এবং Seed Technology & Busi2ness ছিল সেমিনারের মূখ্য দুটি বিষয়।

অনুষ্ঠানে Safe and Healthy Chicken (Green Chicken)   এর উপর বক্তব্য রাখেন এজি এগ্রো ফুডস লি.-এর কনসালটেন্ট কৃষিবিদ মো. আক্তারুজ্জামান এবং Seed Technology & Business এর উপর বক্তব্য রাখেন কৃষিবিদ মো. শাহজাহান আলী।

সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাঈল মোস্তফা, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুবুল হক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

–    সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 4634 times!

Check Also

ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা সংবাদদাতা: ডিমের মূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …