রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

নওগাঁতে বিআরডিবি’র কৃষিঋণ বিতরণ প্রায় সোয়া চার কোটি

কাজী কামাল হোসেন,নওগাঁ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নওগাঁ জেলায় ২০১৬-১৭ অর্থ বছরে কৃষকদের মধ্যে মোট ৪ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা কৃষি ঋন বিতরণ করেছে। এই বিভাগের আবর্তক ঋণ কার্যক্রমের আওতায় দপ্তর কর্তৃক পরিচালিত ২৮৮টি সমিতির ৩ হাজার ১০ জন সদস্য কৃষকদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়েছে।

এ বছর বিআরডিবি’র ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৩৬ লক্ষ ২৮ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৯৮ ভাগ। এ সময় কৃষকদের নিকট থেকে ৪ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকা ঋণ আদায় করা হয়েছে। ঋণ আদায়ের শতকরা হারও ৯৮ ভাগ।

বিআরডিবি নওগাঁ’র উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন নওগাঁয় বিআরডিবি’র সমিতির সদস্যভুক্ত কৃষকরা গৃহীত ঋণের সর্বাত্মক সঠিকভাবে ব্যবহার করে বলেই আদায়ের হারও সন্তোষজনক।

সূত্রমতে, বিগত অর্থবছরে জেলায় উপজেলাভিত্তিক ঋণ বিতরণের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২৩টি সমিতির ২শ ৫১ জন সদস্য কৃষকের মধ্যে ৪৯ লাখ ৭৪ হাজার টাকা, আত্রাই উপজেলায় ১৬টি সমিতির ১শ ৯৪ জন সদস্য কৃষকের মধ্যে ৩০ লাখ ৭ হাজার টাকা, রানীনগর উপজেলায় ৭টি সমিতির ৬২ জন সদস্য কৃষকের মধ্যে ১১ লাখ ২০ হাজার টাকা, মান্দা উপজেলায় ২৮টি সমিতির ৩শ ৪ জন সদস্য কৃষকের মধ্যে ৪২ লাখ ৪৮ হাজার টাকা, পোরশা উপজেলায় ২৩টি সমিতির ৩শ ১জন সদস্য কৃষকদের মধ্যে ২৮ লাখ ১৪ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ১৪টি সমিতির ১ শ ৪৫ জন সদস্য কৃষকের মধ্যে ৩২ লাখ ৩২ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৪৫টি সমিতির ৩শ ৪৭ জন সদস্য কৃষকের মধ্যে ৪৪ লাখ ৩৮ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ৪২টি সমিতির ৩শ ৯১ সদস্য কৃষকের মধ্যে ৫২ লাখ ৭৯ হাজার টাকা, পতœীতলা উপজেলায় ৩২টি সমিতির ৩শ ৭২ জন সদস্য কৃষকের মধ্যে ৫৪ লাখ ৩৩ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২১টি সমিতির ২শ ৫০ জন সদস্য কৃষকের মধ্যে৩৬ লাখ ৮৯ হাজার টাকা এবং সাপাহার উপজেলায় ৩৭টি সমিতির ৩শ ৯৩ জন সদস্য কৃষকের মধ্যে ৪৩ লাখ ১৬ হাজার টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।

This post has already been read 4042 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …