রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

নেপাল পোলট্রি অ্যান্ড লাইভস্টক এক্সপো-২০১৭

nepalআন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩-৫ নভেম্বর নেপালের ভারতপুরে অনুষ্ঠিত হবে ‘নেপাল পোলট্রি এন্ড লাইভস্টক এক্সপো-২০১৭’। শিল্প সভা, নেটওয়ার্কিং নৈশভোজ, ক্রেতা-বিক্রেত মেলবন্ধন, আন্তর্জাতিক প্যাভেলিয়ন, আধুনিক প্রযুক্তি, গুণগতমানসম্পন্ন পণ্য এবং জ্ঞান আদান-প্রদান-এ সাতটি বিষয়কে সামনে রেখে উক্ত এক্সপো’র আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।Futurex, Nepal Poultry Federation এবং Media Space Solution Pvt. Ltd. যৌথভাবে এক্সপোটির আয়োজন করবে। এ উপলক্ষ্যে বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিজ্ঞানী এবং শিল্প সংশ্লিষ্টদের মেলাতে অংশগ্রহণ এবং স্টল বরাদ্দের আহ্বান জানিয়েছে আয়োজকদের পক্ষ থেকে। info@futuretrade.com এখানে ই-মেইল বিস্তারিত জানতে পারবেন।

উল্লেখ্য, নেপালে মাথাপিছু বার্ষিক পোলট্রি মাংস গ্রহণের পরিমাণ ৪.১ কেজি, ডিম খাওয়ার পরিমাণ ৪৩.৭টি। এছাড়াও  পোলট্রি ফার্মের সংখ্যা ২১,৯৫৬ টি, বার্ষিক পোলট্রি মাংস উৎপাদনের পরিমাণ ১১৪,০৫৮ মেট্রিক টন, বছরে ডিম উৎপাদনের পরিমাণ ১২০২,১৬৬ টি, মুরগির সংখ্যা ৬০,৮২৬,৮৮০টি।

This post has already been read 4710 times!

Check Also

সাড়ে ৬ টাকা দরে ভারতীয় ডিম এলো বাংলাদেশে!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম আমদানির অনুমতির পর চতুর্থ চালানে এবার ভারত থেকে ডিম আমদানি হলো সাড়ে …