বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভাইস-চ্যান্সেলরের সচিবালয়ে অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বাধন করা হয়। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের লেভেল-১ সিমেস্টার-১ পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।
বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক পর্যায়ের পরীক্ষাসমূহের ফলাফল এখন থেকে অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেখতে পারবে। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলরের সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দীন খান, ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, সকল অনুষদীয় ডীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রোক্টর, আইসিটি সেলের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা এবং আমন্ত্রিত অতিথিবর্গ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আমরা আজ এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ও পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা হবে।