বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজেএমসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

bjmcজাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিজেএমসি’র সম্মেলন কক্ষে সকাল ১২.০০ টায় বিজেএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। বিজেএমসি’র পরিচালক, সচিব, উপদেষ্টা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা করা হয় বঙ্গবন্ধুর দেশপ্রেম, আত্মত্যাগ এবং কর্মময় জীবন নিয়ে। এ সময় উপস্থিত সকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

– প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 4443 times!

Check Also

ঢাকায় পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …