রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

কাজী এগ্রো লি. এবং Dr.Eckel এর মধ্যকার অর্ধ বার্ষিক মিটিং

aaডা. কাজী আবু সাঈদ (ব্যবস্থাপনা পরিচালক,কাজী এগ্রো লি.), Dr. Antje Eckel (CEO, Dr.Eckel) এর সঙ্গে মিটিং এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ২৪ জুলাই জার্মানি সফরে যান। সফরসঙ্গী হিসেবে ছিলেন কৃষিবিদ তারিকুল ইসলাম।

জার্মানীর ফ্রাঙ্কফুটে Hotel Saving এ মিটিং অনুাষ্ঠিত হয়। মিটিং এ ২০১৭ সালের অর্ধ বার্ষিক সফলতা এবং চলতি বছর নিয়ে পর্যালোচনা করা হয়। ৪ আগস্ট ঢাকার উদ্দেশ্যে তাঁরা জার্মানী ছাড়েন।

  • প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 5465 times!

Check Also

সাড়ে ৬ টাকা দরে ভারতীয় ডিম এলো বাংলাদেশে!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম আমদানির অনুমতির পর চতুর্থ চালানে এবার ভারত থেকে ডিম আমদানি হলো সাড়ে …