রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

বঙ্গবন্ধুর পরিবার হত্যার ষড়যন্ত্র রুখতে হবে : বাকৃবি ছাত্রলীগ

আরিফুল ইসলাম, বাকৃবি:
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীণ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর বর্বোরচিত গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালী এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপুর সাড়ে ১২ টায় ওই শোক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
bau00
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার উদ্যেশ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হামলা চালিয়ে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া সবাইকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করার উদ্যেশ্যেই ২০০৪ সালের ২১ আগস্ট আবারো গ্রেনেড ছুড়ে হামলা চালায় তারা। আগস্ট মাসকেই তারা নারকীয় এ হত্যার মাস হিসেবে বেছে নিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা পুনরায় বঙ্গবন্ধু পরিবারকে হত্যার  ষড়যন্ত্র করতে না পারে। ২১ শে আগস্টের নারকীয় গ্রেনেড হামলায় জড়িত ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীসহ অন্যান্য নেতাকর্মীরা। শোক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

This post has already been read 4793 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …