বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কৃষি তথ্য সার্ভিস পরিচালকের বরিশাল সফর

_DSC2182নাহিদ বিন রফিক (বরিশাল):
কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম ২৫ ও ২৬ আগস্ট বরিশাল সফর করেন। এর অংশ হিসেবে সদরের দিয়াপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) পরিদর্শন করেন। কৃষক সংগঠনটির কার্যক্রম দেখে তিনি সন্তুষ্ট হন। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার বাংলাদেশকে ডিজিটালাইস্ট করার জন্য আপনাদের মতো এ ধরনের আরও ৪৯৮টি এআইসিসি স্থাপন করেছে। এতে কৃষির সমস্যাগুলো ইন্টানেটের মাধ্যমে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হচ্ছে। তাই আশেপাশের কৃষকদের এসব কর্মকান্ডে উৎসাহিত করতে পারলে তারাও বেশ উপকৃত হবেন। এভাবে কৃষির সুফল পুরোদেশ ছড়িয়ে যাবে। কৃষক সম্পদশালী হবেন। দেশ হবে সমৃদ্ধ।

এ সময় পরিচালকের সাথে অন্যান্যের মধ্যে ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন এবং টেকনিক্যাল পার্টিসিপেন্ট নাহিদ বিন রফিক, এআইসিসির সভাপতি মো. জহিরুল ইসলাম, সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ। তিনি নগরীর সি এন্ড বি রোডস্থ এবিসি ফাউন্ডেশনে এলজিইডি’র সিসিআরআই প্রকল্পের আরআরআই অংশ আয়োজিত ‘উপকূলের কথা’ শীর্ষক কমিউনিটি রেডিও অনুষ্ঠানের বিষয়বস্তুর বিশ্লেষণ এবং মূল্যায়নের ওপর দু’দিনের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। উদ্বোধনী দিনে এ উপলক্ষে এক আলোচনা সভায় আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, বরিশালের উপ-আঞ্চলিক পরিচালক মো. আনছার উদ্দিন, কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার মোহাম্মদ মঞ্জুর হোসেন, প্রকল্পের লীড কনসালটেন্ট সাইফুদ্দিন সবুজ প্রমুখ। সমাপনী দিনে সম্মানী অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, বরিশালের আঞ্চলিক পরিচালক এসএম জাহিদ হোসেন। কর্মশালায় উপকূলীয় মানুষের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবগুলো কমিউনিটি রেডিও’তে প্রচারের জন্য অনুষ্ঠান তৈরির প্রয়োজনীয় কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি রেডিও, লোকবেতার এবং কৃষি তথ্য সার্ভিসের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4839 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …