বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপের সকল কর্মকর্তাবৃন্দ রোহিঙ্গা মুসলমানদের সহায়তায় বেতনের একদিনের সমমূল্যের অর্থ সহায়তা প্রদান করেছেন। আহসান গ্রুপ এর সাথে আরো ১৫ টন চাউল, ৫ টন আটা, ২ টন চিড়া, ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি লবণ, ২৫০ কেজি দুধ ও ১০ হাজার বোতল মিনারেল ওয়াটার সহায়তা দেয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ আহসান গ্রুপের চেয়ারম্যান মো. শহীদুল আহসান এর কাছে এসব সহায়তা হস্তান্তর করেন।
Check Also
ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ
ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …