শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

উন্নত চিকিৎসার জন্য ভারতে শেকৃবি ভিসি

sekribi
প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ

শেকৃবি সংবাদদাতা : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ উন্নত চিকিৎসার জন্য ভারতের নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে ৪ অক্টোবর তিনি দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় হঠাৎ বুকে ব্যথা হলে প্রফেসর ড. কামাল উদ্দিন আহামদকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।

This post has already been read 4263 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …