রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বাকৃবিতে পবিত্র মহরম ও শারদীয় দুর্গোৎসবের ছুটি আগামীকাল থেকে শুরু

মো. আরিফুল ইসলাম, বাকৃবি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র মহরম (আশুরা) ও শারদীয় দুর্গোৎসবের ছুটি আগামীকাল (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। ছুটি থাকবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ছুটি চলাকালীন সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্গা পূজা ও মহরম (আশুরা) উপলক্ষ্যে আগামী  ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারিদের এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। ছয়দিন বন্ধ থাকার পরে আগামী ২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করায় আবাসিক হলগুলো খোলা রাখা হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক।

This post has already been read 4284 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …