রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

পদে পদে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় বাকৃবি’র শিক্ষার্থীরা

মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ
কৃষি শিক্ষায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে বসবাসরত শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ক্যাম্পাসে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর অঙ্গহানী, কয়েকজন শিক্ষকের গুরুতর আহত হওয়ার ঘটনাসহ ছিনতাইকারীর কবলে পড়ে ছুড়ি মেরে আহত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। বাড়ছে অসামাজিক কার্যক্রম। কোথাও কোন নিরাপত্তা নেই। আর ক্যাম্পাসে ব্যাটারী চালিত অটো সাথে দূর্ঘটনায় কেউ আহত হলে মূল সড়ক দিয়ে বন্ধ করে দেওয়া হয় অটো চলাচল। এদিকে রিক্সা চালকরাও সুযোগ নিয়ে বাড়িয়ে দেয় ভাড়া। ফলে বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাাধ্যমেও চলছে নানা ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীদের।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা শিক্ষার সুষ্ঠুু পরিবেশের জন্য অপরিহার্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এরকম অনেক সরকারী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে জনসাধারণের পারাপারে রাস্তা আছে যেখানে গণপরিবহনের চলাচল সম্পূর্নরূপে নিয়ন্ত্রিত এবং অনেক ক্ষেত্রে নিষিদ্ধ। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে যে রাস্তাই বহমান হোক না কেন তা যদি শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ঝুকিপূর্ণ হয় তা অবশ্যই নিয়ন্ত্রন করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চুরি, ছিনতাই বা সড়ক দূর্ঘটনাসহ সার্বিক অনিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেনা। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কোন সড়ক দূর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী কেউ আহত হলে গতি নিয়ন্ত্রণ না করে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলারই নামান্তর। গত প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ক্যাম্পাসের অভ্যন্তীণ ছাত্রী হলের সামনের রাস্তা দিয়ে অটো চলাচল বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে রাবি, জাবি, চবিসহ বিভিন্ন ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারিত থাকলেও বাকৃবিতে তা নেই। ফলে সুযোগ নিচ্ছে রিক্সা চালকরা। আর এ ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। আগে অটোতে ১০ টাকায় যেখানে যাওয়া যেত এখন রিক্সায় যেতে ৩০-৪০ টাকা গুণতে হচ্ছে তাদের। bau

এদিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু বহিরাগত যুবক প্রায়ই ছাত্রী হলের সামনের রাস্তা দিয়ে হেলিয়ে-দুলিয়ে বেপরোয়া ভাবে মটরসাইকেল চালানোর কারণে অনেক দূর্ঘটনা ঘটছে বলে প্রতক্ষ্যদর্শী ও নিরাপত্তাকর্মীদের অভিযোগ। তারা ছাত্রীদের নানাভাবে উত্তক্ত করছে। নিজ ক্যাম্পাসে যেন পরবাসী শিক্ষার্থীরা। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেন না প্রশাসন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে, আবাসিক হল ও হোটেলোগুলোতে নি¤œমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ক্যাম্পাস জুড়ে মশা ও সাপের আধিক্য। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নি¤œমানের বা নামমাত্র সেবা, কোথাও কোথাও  বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অবস্থিত জব্বারের মোড় সংলগ্ন ভাঙ্গা রাস্তাঘাট। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার অবস্থা আরও নাজুক। পানি সরবরাহের ট্যাংকিগুলোতে দীর্ঘদিনের জমানো ময়লা, ট্যাংকি উপচিয়ে অনবরত পানির অপচয়। নিত্যদিনের ব্যবহৃত পানিতে ময়লা, শেওলা ও বালি। এমনকি ছাত্রীদের আবাসিক হলের পানির ট্যাপ থেকে কেঁচোও বের হয় মাঝে মঝে। বৃষ্টিতে আবাসিক হলের কক্ষ পানিতে একাকার। এছাড়া আবাসিক এলাকায় যে বাজারটি রয়েছে তার অবস্থাও নাজুক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এগুলোর দেখার কেউ নেই!

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ে প্রোক্টর প্রফেসর ড. আতিকুর রহমান খোকন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রিত ভাবে অটো চলাচল করবে। রাস্তায় গতিরোধক বসাানো হয়েছে। আর বহিরাগতদের অনেককেই ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অনেক দর্শনার্থী আসায় নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হচ্ছে। দ্বিতীয় ধাপে আরও বেশকিছু সিসি ক্যামেরা লাগানো হবে। প্রশাসন নিরাপত্তা রক্ষায় সেেচষ্ট রয়েছে। আশাকরি সপ্তাহ খানেকের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

This post has already been read 4774 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …