Friday , April 4 2025

ঝিনাইদহে ভেট ডক্টরস এসোসিয়েশন এর নতুন অফিস উদ্বোধন

2মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু: ঝিনাইদহ জেলায় কর্মরত রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের পেশাজীবী সংগঠন “ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ)-এর আরাপপুরস্থ নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর)বিকালে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হাফিজুর রহমান (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ), ডা. মো. আতাউর রহমান (সহকারী অধ্যাপক, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ)। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজের শিক্ষকমণ্ডলী, এসোসিয়েশনের ভেটেরিনারিয়ান, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সফল ব্রয়লার, লেয়ার, সোনালী, টার্কি, কোয়েল, কবুতর ডেইরী খামারী, পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট পরিবেশক, বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধি, সাংবাদিক।

সভাপতিত্ব করেন ডা. মো. ফয়সাল আমিন মিয়া, আহবায়ক, ভেট ডক্টরস এসোসিয়েশন, ঝিনাইদহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. রাকিবুল ইসলাম শাওন (গেস্ট লেকচারার, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ)

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ফুল কেটে নতুন অফিস উদ্বোধন করেন।

This post has already been read 5717 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …