Friday , April 4 2025

আসছে প্রাণিসম্পদের জন্য যুগোপযোগী অর্গানোগ্রাম -মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

00ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু: দেশের প্রাণিসম্পদের উন্নয়নে সমন্বিত কোর্স কারিকুলামের গ্রাজুয়েটদের বিকল্প নাই বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো মাকসুদুল হাসান খান।

কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে দুই দিন ব্যাপী 1st Conference of continuing Education for the Veterinarians Of Bangladesh. এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে আমাদের মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনবল সংকটের কারনে কিছুটা সাময়িক সমস্যা সৃষ্টি হচ্ছে, তবে প্রাণিসম্পদের জন্য যুগোপযোগী অর্গানোগ্রাম পাশ করানোর চেষ্টা অব্যাহত আছে।”

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মো আইনুল হক, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো মঞ্জুর কাদের, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আহবায়ক ড.প্রিয় মোহন দাস, FAO প্রতিনিধি ডা. পিটার রডার প্রমুখ।

প্রথম দিনে Food Health নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম ও Antimicrobial Resistance এর আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো সায়েদুর রহমান, population Medicine এর উপর আলোচনা করেন FAO প্রতিনিধি ড.পিটার রডার।

উল্লেখ্য, দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই কনফারেন্স এ সারা দেশ থেকে আগত প্রায় সাতশত ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছেন।

 

This post has already been read 4524 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …