রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

‘একটি ডিম প্রতিদিন’ স্লোগানে রংপুর রাইডার্স -এর স্পন্সর ফিনিক্স গ্রুপ

rangpur02নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ নভেম্বর বসছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আয়োজন বিপিএল। এ উপলক্ষ্যে বিভিন্ন দলের সাথে চলছে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প গ্রুপের স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর। বাদ যায়নি পোলট্রি কোম্পানিগুলো।

বাংলাদেশের পোলট্রি সেক্টরে স্বনামধন্য কোম্পানি ফিনিক্স গ্রুপ ‘একটি ডিম প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে বিপিএল টীম রংপুর রাইডার্স -এর স্পন্সরশিপ নিয়েছে। এ উপলক্ষ্যে গত ১২ অক্টোবর ইস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে রংপুর রাইডার্স ও ফিনিক্স গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ফিনিক্স গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিনিক্স গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাফিউল আহসান ও রংপুর রাইডার্স -এর চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ছাড়াও বসুন্ধরা গ্রুপ ও ফিনিক্স গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

This post has already been read 5041 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …