আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনের ধাক্কায় মো. শরীফ (১২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত মদিনা হোটেলে পানি সরবরাহের কাজ করতো। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে দৌড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের রেল ক্রসিং পারাপারের সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খায়। দ্রুত গতিতে ছুটতে থাকা ট্রেনের ধাক্কায় সে বেশকয়েক হাত দূরে ছিটকে পড়ে। এ সময় অচেতন অবস্থায় লোকজন তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। রবিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী সুতিয়াখালি গ্রামের বাসিন্দা। বাদ যোহর তার নামাজে জানাযা শেষে সুতিয়াখালী গোরস্থানে তাকে দাফন করা হয়।