রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

কাজী এগ্রো লি. পরিবার ডিম মেলায় অংশগ্রহণ

received_1910239852628074বিশ্ব ডিম দিবস সারা বিশ্বে প্রতি বছর অক্টবর মাসের দ্বিতীয় শুক্রবার পালন করা হয়। দিবসটি প্রথম পালন করা হয় ১৯৯৬ সালে। গত ১৩ অক্টবর ২০১৭ ইং তারিখে সারা  বিশ্বের সাথে বাংলাদেশে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এ বছর ২২ তম ডিম দিবস অনুষ্ঠিত হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউড বাংলাদেশ এ – ডিম মেলা, ডিম বিতরন এবং আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আয়োজকদের সঙ্গে অংশগ্রহন করেন  কাজী এগ্রো লিমিটেড পরিবারের  সদস্যবৃন্দ। ডিম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল:- “সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই”।

  • প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 4724 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …