এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল): ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোমবার টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াসিকুল রহমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঞ্জুরুল আলম, সমবায় কর্মকর্তা সাবিরা খান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল প্রমুখ।