বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

“Feed and food Global Distributor Conference”-এ আরিফস্’র অংশগ্রহণ

আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর নির্বাহী পরিচালক এস.এ.খান. এর সাথে Perstorp এর Global Distribution Manager, Business Unit Feed and Food- Klaudija Cavala এবং Business Develelopment Manager APAC এর Dr.Devendra Verma.
আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর নির্বাহী পরিচালক এস.এ.খান. এর সাথে Perstorp এর Global Distribution Manager, Business Unit Feed and Food- Klaudija Cavala এবং Business Develelopment Manager APAC এর Dr.Devendra Verma.

গত ৬-৮ সেপ্টেম্বর Perstorp এর Feed and Food Global Distributor Conference– এ অংশগ্রহণ করেন আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব, এস.এ.খান. Sweden এর Malmo শহরে ৩ দিনের এ সম্মেলনের সময় Perstorp এর Global Distribution Manager, Business Unit Feed and Food- Klaudija Cavala এবংBusiness Develelopment Manager APAC এর Dr.Devendra Verma তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণে Klaudija Cavala, Perstorp এর পরিচিতি তুলে ধরার মাধ্যমে তিন দিনের Distrubution Programme Launch করেন।

সম্মেলনের ১ম দিন  “Raising the bar together – achieving the extraordinary” এবং Feed Upadate & Strategy পর্বে Mr.Geert Wielsama, Portfolio Director Gut Health, Prophorce SR 130 এর উপর বিশদ আলোচনা করেন। ৭ সেপ্টেম্বর  Perstorp Industrial Park Visit এর মাধ্যমে দিন শুরু হয় এবং Perstorp এর সম্মেলন কক্ষে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের  Distribution Success Story এর যথাযথ প্রয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি Resistance to Antibiotic, Acid Solutions, Preservation, Supply Chain & Digital Marketing এর উপর বিভিন্ন আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। ৮ সেপ্টেম্বর সুইডেনের একটি Organic Dairy & Beef Farm পরিদর্শনের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, Perstorp এর উৎপাদিত প্রতিটি পণ্যের এসিড সমূহের Purity শতভাগ। Arifs (BD) Ltd. বিগত ১৭ বছর যাবত Organic এসিড এর সর্ববৃহৎ উৎপাদনকারী Perstorp এর নিম্মোক্ত পণ্যসমূহ সুনামের সহিত বাজারজাত করে আসছে ।

  • Prophorce SA 101 (Anti -Salmonella)
  • Prophorce SR 130 (Butyric Acid- Esterifyed Technology)
  • Prosid MI 203 (Mould Inhibitor)
  • Prosid TB 101 (Toxin Binder)
  • Protain OT 102(Anti- oxident)

এ বছর’ই Perstrop এর নতুন পণ্য Prophorce AC 299 (Alternate of Sodium bi-carbonate & Salmonella Inhibitor) যোগ হতে যাচ্ছে আরিফস্ এর প্রোডাক্ট তালিকায়।

  • সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 4938 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …