সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

বাকৃবিতে শেখ রাসেলের জন্মদিন পালন

আরিফুল ইসলাম (বাকৃবি):
দুস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কেবি নৈশ বিদ্যালয়ের কর্মজীবী ও দুস্থ শিশু ও গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ওই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

BAU BSL Rasel Birthday Pic-1দুস্থ শিশু ও গরিব শিক্ষার্থীর মাঝে জন্মদিনের কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন। আরও উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

This post has already been read 4168 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …