বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

নিরাপদ খাদ্য এবং পুষ্টি সরবরাহে দক্ষিণাঞ্চল এক বিরাট সম্ভাবনার উৎস

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্যোগে দক্ষিণাঞ্চলে বিএআরআই উদ্ভাবিত উদ্যানতাত্ত্বিক ফসলের উন্নত জাত এবং উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা শনিবার (২৮ অক্টোবর) পটুয়াখালীর লেবুখালিস্থ বিএআরআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান।
2
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নিরাপদ খাদ্য এবং পুষ্টি সরবরাহে দক্ষিণাঞ্চল এক বিরাট সম্ভাবনার উৎস। এখানকার মাটি অত্যন্ত উর্বর। এছাড়া আবাদি জমির পরিমাণ বাড়ানোরও সুযোগ রয়েছে বেশ। তাই সবজি-ফল-ফুল চাষের মাধ্যমে পরিকল্পিতভাবে ফসল আবাদ করলে এ অঞ্চল হবে কৃষিতে সমৃদ্ধ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশালস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল ওহাব, গাজিপুরস্থ বিএআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৌহিদুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন (কৃষি অনুষদ) প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; পিরোজপুরের উপপরিচালক মো. আবুল হোসেন তালুকদার প্রমুখ। এতে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3949 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …