শনিবার , নভেম্বর ২৩ ২০২৪

চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এজি ফুড আউটলেট

AG01নিজস্ব প্রতিবেদক : দেশের পোলট্রি শিল্প এখন কেবল ডিম মুরগি বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই তারা এখন নজর দিচ্ছে পোলট্রিজাত হিমায়িত খাদ্য উৎপাদন বিক্রির দিকে আয়ের সাথে সঙ্গতি রেখে মানুষ এসব খাবারের দিকে ঝুঁকছেন দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে এসব পণ্যের বাজার এসব খাবার উৎপাদনকারী গুটিকয়েক কোম্পানির মধ্যে ইতোমধ্যে এজি ফুড লিমিটেড ভোক্তাদের মাঝে দারুন আস্থার জায়গা দখল করেছে বাড়ছে এসব পণ্যের চাহিদা, সেই সাথে এজি ফুড তৈরি করছে নতুন নতুন আউটলেট যাতে ভোক্তা সাধারণ সহজেই তাদের পণ্য পেতে পারেন

এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ অক্টোবর), ঢাকা মিরপুরের পাইকপাড়ায় উদ্বোধন হয়েছে এজি ফুড এর ৪৭তম আউটলেট। আউটলেটটি মিরপুর ১ নম্বরের, তাসিন এন্টারপ্রাইজ, হাজী মনির উদ্দিন মার্কেট, ৩২১ আহমেদ নগর (আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এর বিপরীতে অবস্থিত। আউটলেটের ফ্রাঞ্চাইজ মো. এনামুল ইসলাম।

উদ্বোধনী দিনেই ব্যাপক ভীড় ও আগ্রহ দেখা যায় আউটলেটটিতে। স্থানীয় বাসিন্দা হাজী রফিক উদ্দিন এসেছেন একমাত্র ছেলে ফারহানকে নিয়ে। এজি ফুডস এর খাবার সম্পর্কে জানতে চাইলে বলেন, মানসম্মত ও নিরাপদ খাবার হিসেবে এজি ফুডস এর নাম বিভিন্ন মিডিয়া ও লোকমুখে শুনেছি। তাই আজকে এসেছি ছেলেকে নিয়ে স্বাদ যাচাই করতে। ভালো লাগছে এজি’র খাবার, এতদিন সত্যিই শুনেছি মনে হচ্ছে।

আউটলেটের  উদ্বোধন করেন এজি ফুডস লিমিটেড –এর কনসালট্যান্ট (বিজনেস ডেভেলপমেন্ট)  কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, বিপণন বাজারজাতকরণ বিভাগের সহকারি মহাব্যবস্থাপক রফিকুল আলম খান (জিমি, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর সহকারি মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) একেএম সাইফুল ইসলাম ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ

এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে বলে জানান, কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান

This post has already been read 4971 times!

Check Also

ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা সংবাদদাতা: ডিমের মূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …