আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থী অসুদোপায় অবলম্বনের চেষ্টা করলে তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমান আদালতের একটি টিম কাজ করবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ অক্টোবরর পর্যন্ত চলে। অনলাইনে ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেন। এবারও মোট আসনের ১০ গুণ অর্থাৎ ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে জিপিএ ৯.৬৭ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাস সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
Check Also
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ শহীদ পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ
সিকৃবি সংবাদদাতা: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। …