বাকৃবি সংবাদদাতা : দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। রবিবার (০৫ নভেম্বর) রাত ৭.৩০ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলের প্রচেষ্টায় আমরা ভর্তি পরীক্ষার পরের দিনই রেজাল্ট প্রকাশ করতে পেরেছি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল ০৫ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন কেন্দ্রের মোট ২৪টি কক্ষে অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৬৪.২৫ পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। অপেক্ষমান তালিকায় সর্বনিম্ন পেয়েছে ৫৯। এবছর ভর্তি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ স্কোর ৮৯ এবং সর্বনিম্ন স্কোর ২.৭৫। লিখিত পরীক্ষায় ফেলকারীর সংখ্যা ৫৮০ জন (৬.৫৪%)
এবারের ভর্তি পরীক্ষায় অঅবেদনকারীর মোট সংখ্যা ২৬,৪২২ এবং কোটায় আবেদনকারীর সংখ্যা ১১২০ । ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীর সংখ্যা ১২,২১৬ (৪৯.৩৪%)। ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতি ৮,৮৫৮ জন (৭২.৫১%)।
৮ -১৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd/) গিয়ে মেধা ও অপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনুষদভিত্তিক অপশন ও ভর্তির রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে হবে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৭ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ১০ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্যাম্পাসে গিয়ে রিপোর্ট করতে হবে। পরের দিন তাঁদের ভর্তি করানো হবে।
এছাড়াও ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।