সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

ভূঞাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

টাঙ্গাইলর ভূঞাপুরে কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণের একাংশ।

একিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল):
মঙ্গলবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪ হাজার ২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ভূট্টা, সরিষা, মাসকালাই, চীনা বাদাম, খেসারী কলাই, বোরা ধান বীজ, তিল ও বিটি বেগুন বীজ এবং বিভিন্ন প্রকার রাসায়নিক সার।

ভূঞাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচীর আওতায় ৪হাজার ২২জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রণোদনা হিসেবে ২হাজার ৭২২জন কৃষকের মধ্যে ৯৫০জন পেয়েছে ১ বিঘা করে জমির জন্য ২কেজি উচ্চ ফলনশীল ভূট্টা বীজ, ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৮৫০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১কেজি উচ্চ ফলনশীল সরিষা বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। ৫০০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০কেজি উচ্চ ফলনশীল মাসকালাই বীজ, ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ১২০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০কেজি উচ্চ ফলনশীল চীনা বাদাম, ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৩০০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১কেজি তিল, ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং ২ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০গ্রাম বিটি বেগুন বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫কেজি এমওপি সার।

এছাড়া কৃষি পূনর্বাসনের আওতায় ১হাজার ৩০০জন কৃষকের মধ্যে ১০০জন পেয়েছে ১বিঘা করে জমির জন্য ২কেজি উচ্চ ফলনশীল ভূট্টা, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। ৩০০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১কেজি উচ্চ ফলনশীল সরিষা, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। ১২০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১৫কেজি উচ্চ ফলনশীল চীনা বাদাম, ৫ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। ২৫০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ৮ কেজি উচ্চ ফলনশীল খেসারী কলাই, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। ৪৫০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ৫কেজি উচ্চ ফলনশীল বোরো ধান বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার। পূর্নবাসনের প্রত্যেক কৃষককে ১০০ গ্রাম করে লাল শাকের বীজ, ১০০গ্রাম মুলা, ১০০গ্রাম পালং শাক ও ৫০গ্রাম বারমাসি কুমড়া বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জিয়াউর রহমান জানান, কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করার জন্য কৃষি প্রনোদনা ও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি পূর্ণবাসনের আওতায় মোট ৪হাজার ২২জন কৃষককে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে দেয়া হয়েছে।

This post has already been read 3668 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …