শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্যগাথা

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু: লাল-সবুজের পতাকা নিয়ে আবারো বাংলার মেধাবী ছাত্র-ছাত্রী দেখিয়ে দিলো শুধু জ্ঞান-বিজ্ঞানে নয়, বাংলার স্বাধীনতা ও সংস্কৃতির ঐতিহ্য ধারনে আমারাই সেরা, আমরাও পারি।

পৃথিবীর অনেক ধনী দেশ-ই তাদের স্বাধীনতা ও সংস্কৃতির ঐতিহ্য এখন যাদুঘরে প্রদর্শন করে তখন বাংলার মেধাবীরা মাত্র ১৫ মিনিটে তাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও স্বাধীনতা পর্ব মঞ্চ প্রদর্শন করে জিতে নিলো ১ম পুরস্কার।

দক্ষিণ কোরিয়ার চংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে মাত্র ১১ জন অত্যন্ত দক্ষতার সাথে ১০টি দেশকে পিছনে ফেলে মাথা উঁচু করে ধরলো বাংলার লাল-সবুজ পতাকা। গত ১৬ নভেম্বর দক্ষিণ কোরিয়ার চংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বিভাগের তত্ত্বাবধায়নে অত্র বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইউনিভারসিটির গেসিন কালচারাল হলে অনুষ্ঠিত হলো “2017 International Students Festival, CBNU”। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশসমূহ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া। বাংলাদেশীরা তাদের অনুষ্ঠানে একটি পল্লী বালিকার প্রাতঃকালের সূর্যস্নানসহ, বাংলার বাউল, কৃষক, বিবাহ অনুষ্ঠান ও স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তির পর কোরিয়ান গান, গীটার বাজানো ও সর্বশেষে এক মনোমুগ্ধকর গ্রুপ নৃত্য প্রদর্শন করেন।

সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার্স কোর্সে অধ্যায়নরত মো. আরাফাত ইসলাম লিয়ন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ হলেন- অত্র বিশ^বিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যায়নরত মো. ওমর শরীফ (সহকারী অধ্যাপক, সিকৃবি) ও তার সহধর্মিনী মিসেস সাবরিনা হোসেন, মো. শামীম আহমেদ (ডিএই. ঢাকা), ইঞ্জিনিয়ার ওবাইদুল্লাহ অভি, মো. সিফাতুল ইসলাম ও শাহিনূর আলম। এছাড়াও আরো অংশগ্রহণ করেন ড. স্বপন কুমার রায় ও তার সহধর্মিনী কবিতা রায় এবং তাদের একমাত্র কন্যা ঈকশিতা রায় ও ড. দিব্যেন্দু বিশ্বাস (সহযোগী অধ্যাপক, পবিপ্রবি)। পুরস্কার হিসেবে প্রায় ৫০০ ইউএস ডলার-এর সমপরিমাণ কোরিয়ান মুদ্রা বাংলাদেশীদের হাতে তুলে দেন অত্র বিভাগের ডিন মহোদয়।

This post has already been read 2599 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …