বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

ফুলকপি ও বাঁধাকপির রোগবালাই দমনে করণীয়

কৃষিবিদ ড. এমএ মজিদ মন্ডল:

ফুলকপি ও বাঁধাকপির গোড়া বা শিকড় পচা রোগ
এ রোগ পিথিয়াম, ফাইটোপথোরা, রাইজোকটোনা সোলানী, স্কেলোরিসিয়াম প্রজাতির ছত্রাক দ্বারা হয়ে থাকে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, ব্রোকলি, শালগম প্রভৃতি সব্জিতে এ রোগ ব্যাপক ক্ষতি সাধন করে থাকে।

রোগের লক্ষণ
১. চারার গোড়া বা শিকড় পচে ঢলে পড়ার মাধ্যমে এ রোগের লক্ষণ প্রকাশ পায়।
২. অঙ্কুরোদগমের বীজ পচে যায় বা গজালেও হঠাৎ করে চারা মরে যায়।
৩. চারার গোড়ায় বাদামী বর্ণের পানি ভেজা দাগ দেখা যায়।
৪. আক্রমণের দুই দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে ও আক্রান্ত অংশে তুলার মতো সাদা মা সেলিয়াম দেখা যায়।
৫. চারা টান দিলে সহজে মাটি থেকে উঠে আসে।

প্রতিকার
১. বীজতলায় পরিতক্ত অংশসহ শুকনো খড় পোড়াতে হবে।
২. দীর্ঘ সময় ছায়া পায় এমন স্থানে বীজতলা করা যাবে না।
৩. পরিমিত সেচ প্রয়োগ ও পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে।
৪. পানি নিকাশ ব্যবস্থা ভাল থাকতে হবে যাতে জমি স্যাঁতস্যাতে না হয়।
৫. প্রোভ্যাক্স বা কার্বেন্ডাজিম প্রতি কেজি বীজে ২-৩ গ্রাম হারে মিশে বীজ শোধন করতে হবে।
৬. রৌদ্র তাপ, গরম পানি, কাঠের গুড়া, মুরগির বিষ্ঠা প্রভৃতি দিয়ে মাটি শোধন করতে হবে।
৭. ম্যানকোজেব ছত্রাকনাশক ২ গ্রাম হারে মিশে গাছের গোড়া ভিজে দিতে হবে।
৮. প্রতি লিটার পানিতে কপার অক্সিক্লোরাইড ২.৫ গ্রাম অথবা কার্বেন্ডাজিম ১ গ্রাম হারে ৭ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে।

ফুলকপির কার্ড রট
এ রোগ ফিউজেরিয়াম ইকোইজিটি ও অলটারনেরিয়া প্রজাতির ছএাক এবং আরউইনিয়া কেরোটোভোরা নামক ব্যাকটেরিয়া সম্মিলিতভাবে এ রোগ সৃষ্টি করে। এ রোগের কারণে ফুলকপির সমস্ত ফুল নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে যায়।

রোগের লক্ষণ
১. ফুলকপির কার্ডে প্রথমে বাদামী রং এর গোলাকৃতি দাগ দেখা যায় পরে একাধিক দাগ মিশে বড় দাগ সৃষ্টি করে।
২. ব্যাকটেরিয়া আক্রমণে কার্ডে দ্রুত পঁচন ধরে নষ্ট হয়ে যায়।
৩. আক্রান্ত কার্ড বা মাথা থেকে খুব কম পুষ্পমঞ্জরী বের হয় এবং সেটি খাওয়ার অযোগ্য হয়ে যায়।

প্রতিকার
১. সুস্থ্য গাছ থেকে বীজ সংগ্র করতে হবে।
২. প্রোভ্যাক্স বা কার্বেন্ডাজিম প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে বীজ শোধন করতে হবে।
৩. ইপ্রোডিয়ন এবং কার্বেন্ডাজিম ছত্রাকনাশক প্রতিটি আলাদাভাবে ০.২% হারে মিশে ১২-১৫ দিন পর পর স্প্রে করতে হবে। তবে ওষুধ প্রয়োগের ৫ দিন পর্যন্ত ফসল তোলা যাবে না।

অলটারনারিয়া স্পট বা ব্লাইট
এ রোগ অল্টারনারিয়া ব্রাসিসি ও ব্রাসিসিকোলা ফুলকপি ও বাঁধাকপিতে আক্রমণ করে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে।

রোগের লক্ষণ
১. সবজি ফসলে অল্টারনারিয়া ব্রাসিসি পাতায় ছোট ছোট গোলাকার দাগ সৃষ্টি করে।
২. দাগগুলো ধীরে ধীরে বড় হয়ে বড় আকার ধারন করে।
৩. দাগগুলো পর পর সাজানো বা গোলাকার বলয় সৃষ্টি করে।
৪. অল্টারনারিয়া ব্রাসিসিকোলা ছোট ছোট গাঢ় বাদামী বা কালচে রং এর দাগ সৃষ্টি করে।
৫. পরে অংসখ্য কালো গোলাকৃতির দাগ সৃষ্টি হয় ও বীজ চিটা হয়ে যায়।
৬. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা কমে যায়।

প্রতিকার
১. রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
২. কার্বেন্ডাজিম প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে বীজ শোধন করতে হবে।

This post has already been read 3702 times!

Check Also

নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের …