নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন প্রান্তে বেড়েই চলেছে এজি’ ফুড এর চাহিদা। ভোক্তাদের চাহিদা ও আগ্রহকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি ঢাকার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তাদের তৈরি পণ্যের আউটলেট এর সংখ্যা বাড়াচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইলিশের বাড়ি হিসেবে খ্যাত চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে এজি’র ৫১ তম আউটলেট।
আউটলেটের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক স্থানীয়শাখা প্রধান আশীষ কুমার পল, অধ্যাপক রতন ভূঁইয়া, চাঁদপুর পৌর কাউন্সিলর নাসির পোদ্দার, এজি ফুডস লিমিটেড –এর কনসালট্যান্ট (বিজনেস ডেভেলপমেন্ট) কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, বিপণন ও বাজারজাতকরণ বিভাগের সহকারি মহাব্যবস্থাপক রফিকুল আলম খান, ফ্রাঞ্চাইজ মো. রবিউল মজুমদার এবং মো. আতিক উল্লাহ মজুমদার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে বলে জানান, কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম।
উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
আউলেটের ঠিকানা : হাজী মহসিন রোড, ছাঁয়াবানী সার্কেল, চাঁদপুর।