রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

শেকৃবি ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল

শেকৃবি সংবাদদাতা: আগামীকাল ১ ডিসেম্বর সকাল ১০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬৮২ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৮ হাজার ১ শত ৬৩ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগগ্রন করবে। বিশ্ববিদ্যালয়সহ মোট ১৬ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: রোল নং ১০০০১ থেকে ১৩৩০০ পর্যন্ত: আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, রোল নং ১৩৩০১ থেকে ১৪৪৮০ পর্যন্ত কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ , রোল নং ১৪৪৮১ থেকে ১৬০০০ পর্যন্ত: শেরেবাংলা নগর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৬০০১ থেকে ১৮০০০ পর্যন্ত: ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ১৮০০১ থেকে ২০৫০০ পর্যন্ত : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, রোল নং ২০৫০১ থেকে ২৪১০০ পর্যন্ত: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ; রোল নং ২৪১০১ থেকে ২৭০০০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ; রোল নং ২৭০০১ থেকে ২৭৮০০ পর্যন্ত: গনভবণ সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ২৭৮০১ থেকে ২৯২৫০ পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোল নং ২৯২৫১ থেকে ৩০৫২০ পর্যন্ত মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, রোল নং ৩০৫২১ থেকে ৩৩২২০ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ; রোল নং ৩৩২২১ থেকে ৩৫৬২০ পর্যন্ত মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রোল নং ৩৫৬২১ থেকে ৪০৬২০ পর্যন্ত মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট; রোল নং ৪০৬২১ থেকে ৪৩৬২০ পর্যন্ত লালমাটিয়া মহিলা কলেজ; রোল নং ৪৩৬২১ থেকে ৪৫৬২০ পর্যন্ত: লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়; রোল নং ৪৫৬২১ থেকে ৪৮১৬৩ পর্যন্ত: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

This post has already been read 4739 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …