মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত শীতকালীন শাক সবজি চাষ প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ওরিয়েন্টেশন কর্মসূচি সোমবার বাউএক চাষি হোস্টেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাউএক পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড.প্রিয় মোহন দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আকবর আলী, বাউএক আওতাভূক্ত সমিতির কৃষাণী হাসিনা খানম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টির চাহিদা পূরণে আমাদের মনোযোগী হতে হবে। তাই পরিবারের পুষ্টির যোগান দিতে আমাদের বেশি করে শাকসবজি চাষ করতে হবে।
পরে ভাইস-চ্যান্সেলর বাউএক সমিতির আওতাভুক্ত কৃষক কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের সবজির চারা ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাউএক এর সেকশন অফিসার কৃষিবিদ মোহম্মদ আবুল বাসার আমজাদ।