বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

খুলনায় নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদনের লক্ষ্যে সমিতি গঠন

ফকির শহিদুল ইসলাম (খুলনা):
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী ‘মুরগি পালনে উত্তম খামার ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’ একদিনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গুটুদিয়া গ্রামের লিড খামারী আঞ্জুমান আরা খাতুনের বাড়িতে এফএও ফুট সেফটি প্রোগ্রামের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তর ইপিডিমাইওলজি ইউনিটের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ শাহিনুর ইসলাম, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছা. মুর্শিদা পারভীন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান মোড়ল, প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি এমএম সুলতান আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভিএফএ আনোয়ার হোসেন, চঞ্চল কুমার মন্ডল ও এসএম নাজমুল আলম।

খামারীদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত কুমার ফৌজদার, খান ইসমাইল হোসেন, রোবেনা সুলতানা, মৃনাল কান্তি রায়, মোসলেম উদ্দিন প্রমুখ। মাঠ দিবসে উপস্থিত মোট ৪০জন লিড খামারীদের মধ্যে ২টি গ্রুপে (২০ জন করে) ‘নিরাপদ ব্রয়লার উৎপাদন’ নামে দুটি সমিতি গঠন করা হয়। প্রথম সমিতিতে আঞ্জুমান আরা খাতুনকে সভাপতি ও অসীম চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় সমিতিতে রেশমা খানকে সভাপতি ও আলী জাফরকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

This post has already been read 3595 times!

Check Also

ডিম, মুরগি ও ফিড উৎপাদনে ধ্বসরে আশংকা

বিশেষ সংবাদদাতা : পোল্ট্রি শিল্পের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনকারি ব্রিডার্স …