বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কাজী এগ্রো লিমিটেড এর সদস্যদের ইউরোপ সফর

Dr.Eckel এর আমন্ত্রণে কাজী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আবু সাঈদ এবং বিজনেস ম্যানেজার কৃষিবিদ তারিকুল ইসলাম ইউরোপ সফর করে আসলেন। গত ২ ডিসেম্বর জার্মানি যাওয়ার উদ্যেশে বাংলাদেশ ত্যাগ করেন তাঁরা।

এ সময় তাদের সফর সঙ্গী হিসেবে ছিলেন পাওয়ার ফিস এন্ড পোল্ট্রি ফিড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সেলিম, আগাতা ফিড মিলস্ লিমিটেড এর পরিচালক ডা. দেবাংশু বিকাশ ভৌমিক। গত ৪ ডিসেম্বর সেখানে তাঁরা Dr.Eckel এর Production site পরিদর্শন করেন এবং একটি Product Training *Antaphyt-Advantages of Phytogenics in poultry feed –এ অংশগ্রহণ করেন।

এছাড়াও Bunker of Hitler’s, Werheim Village- Germany. Zurich, Swiss Intelaken, Grindelwald- Switzerland. Jungfrau -The Top of Europe এবং Famous Eiffel Tower in France পরিদর্শন শেষে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন।

This post has already been read 5857 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …