বুধবার , ফেব্রুয়ারি ৫ ২০২৫

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর দিক আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে – কেসিসি মেয়র

ফকির শহিদুল ইসলাম(খুলনা):
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধা বঞ্চিতদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সেবা সংগঠন এ্যাপেক্স-বাংলাদেশের ভূমিকা প্রশংসার দাবীদার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে অন্যদিকে উপকুলীয় অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এ সকল ক্ষতিকর দিকগুলি তুলে ধরে দেশ সেবায় জোরালো ভূমিকা রাখার জন্য সিটি মেয়র সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানান এবং আগামীতে সংগঠনের সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিটি মেয়র সোমবার (২৫ডিসেম্বর) সকালে নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ কারিতাস মিলনায়তনে আন্তর্জাতিক সেবা সংগঠন এ্যাপেক্স বাংলাদেশের জেলা-৬ এর ৩৩তম বার্ষিক জেলা কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে ২৬৮ জন এ্যাপেক্সএন কনভেনশনে যোগদান করেন। জেলা কনভেনশন আয়োজক কমিটির চেয়ারম্যান এ্যাপেক্সএন এ্যাড. আসাদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সেবার কার্যক্রমের বিবরণ তুলে ধরেন ন্যাশনাল প্রেসিডেন্ট এ্যাপেক্সএন খুরশীদ-উল-আলম অরুন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন এ্যাপেক্সএন মোশাররফ হোসেন মিশু ও এ্যাপেক্সএন এ্যাড. রেজাউল ইসলাম। অন্যান্যদের মধ্যে আয়োজক কমিটির সেক্রেটারী এ্যাপেক্সএন এ্যাড. শহিদুল ইসলাম, শওকত আলী পিন্টু, এ্যাড. মাহফুজুর রহমান মফিজ, এ্যাড. মনিরুল ইসলাম, আসাদুজ্জামান ফিরোজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাপেক্সএন এ্যাড. খান মো. লিয়াকত আলী।

This post has already been read 3980 times!

Check Also

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তর। এসব প্রাণীর …