সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

দেশে কোন খাদ্য ঘাটতি নেই -কৃষিমন্ত্রী

মো. স্বপন আহমেদ (নকলা, শেরপুর প্রতিনিধি): দেশে গত বোরোর আবাদ ভালো না হলেও আমাদের কোন খাদ্য ঘাটতি নেই। নিজেদের চাহিদা মিটিয়েও ১০ লাখ রোহিঙ্গাদের চাল কিনে খাওয়াচ্ছে সরকার। বুধবার (৩ জানুয়ারি) রাতে নকলা মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক প্রনোদনা বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে  কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এম.পি এসব কথা বলেন।

তিনি  বলেন, একটি মহল রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারকে বেকায়দার ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানীতে এ কাজে আমরা সারা দুনিয়ার প্রশংসা অর্জন করেছি।

কৃষিমন্ত্রী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ নেতৃত্বে স্বীকৃতি লাভ করেছেন। সারা পৃথিবীতে সৎ নেতৃত্ব সন্ধানের আর্ন্তজাতিক জরিপে শেখ হাসিনার নাম রয়েছে ৩য় স্থানে। বাংলাদেশের একজন নেতার এ দৃষ্টান্ত সত্যিই বিরল।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ১৯৭৫ সনে বাবা মা হারিয়ে বুকে পাথর বেধে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, বিএডিসি উপ- পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলতাব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন ও শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমানসহ নকলা উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও সুধিজন ।

সরকারী এ সফরে মতিয়া চৌধুরী নকলা উপজেলার ১শ ৬০টি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার ২ হাজার ১শ ১০ জন ২য় শ্রেণির মেধাবী শিক্ষার্থী, ৫১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণির ৫শ ১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শীত বস্ত্র বিতরণ ও ৪৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ ৭০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক প্রনোদনা বিতরণ করবেন।

This post has already been read 2801 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …