বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

দেশ সহসাই শৈত্যপ্রবাহমুক্ত হওয়ার সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে এখনো শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস জানায়, আজ (মঙ্গলবার)সকালে প্রাথমিকভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ছয়টার দিকে তেঁতুলিয়ায় ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার তাপমাত্রা ৯ দশমিক ৫ থেকে বেড়ে আজ ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ১১ তারিখ থেকে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও দেশ সহসাই শৈত্যপ্রবাহমুক্ত হওয়ার সম্ভাবনা কম। বিশ্ব উষ্ণায়নের ফলে ঋতু বৈচিত্রে কিছুটা পরিবর্তন এসেছে ঠিকই…..তবে এ তীব্র শীতের সাথে জলবায়ু পরির্বতনের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তারা।

এ বছর পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কনকনে শীত নেমে এসেছে বাংলাদেশে। গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  উপমহাদেশের উচ্চ চাপ বলয় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই পরিস্থিতি -বলছে আবহাওয়া অফিস।

This post has already been read 3782 times!

Check Also

নটরডেম কলেজ-ন্যাশনাল নেচার সামিটে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …