আন্তর্জাতিক ডেস্ক : অপেক্ষাকৃত কম দাম, পুষ্টি সমৃদ্ধ এসব কারণে বিশ্বব্যাপী পোলট্রি মাংসের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের স্বনামধন্য গাড়ী উৎপাদনকারী প্রতিষ্ঠান মিৎসুবিসি তাই এবার পোলট্রিতে বিনিয়োগ করছে। গত বছর অক্টোবর মাসে থাইল্যান্ডের শিল্প পার্ক সারাবুড়িতে ৫৩.২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কোম্পানিটি। যৌথ বিনিয়োগের কোম্পানিটি ৫০ ভাগ শেয়ার থাকবে মিৎসুবিসির হাতে এবং বাকী অর্ধেকের মালিকানা থাকবে থাইল্যান্ডের দুটি কোম্পানির।
কারখানাটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং প্রাথমিক অবস্থায় বছরে ৩০ হাজার টন পোলট্রি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করবে বলে জানিয়েছে নিক্কি। মূল লক্ষ্য জাপান এবং অন্যান্য দেশে পোলট্রি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি। এছাড়াও হংকং এবং সিঙ্গাপুরের বাজারেও এসব পণ্য রপ্তানি করবে তারা।