বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

খুলনার ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন উন্নতকরণের উদ্যোগ কেসিসির

ফকির শহিদুল ইসলাম (খুলনা): বাংলাদেশ মিউনিসিপ্যাল ফান্ড (বিএমডিএফ)-এর অর্থায়নে ১১১ কোটি টাকা ব্যয়ে খুলনা মহানগরী এলাকায় ২টি বাজার নির্মাণসহ বিভিন্ন ওয়ার্ডে সংযোগ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

সিটি মেয়র বলেন, আধুনিক নগরী হিসেবে খুলনাকে গড়ে তুলতে এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিএমডিএফ কেসিসি’র এ প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহযোগিতা করছে। তিনি বিএমডিএফ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কেসিসি’র রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান বলেন, সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি এ সংস্থার আয়বর্ধন কর্মসূচির পরিধি বাড়াতে হবে এবং আয় বৃদ্ধির লক্ষ্যই বিএমডিএফ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। জনপ্রতিনিধিগণদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেসিসি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানের রূপান্তরিত হলেই অদূর ভবিষ্যতে খুলনা সমৃদ্ধ নগরীতে পরিণত হতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ, রুমা খাতুন, কাউন্সিলর মো. শাহাদাত মিনা, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুস সালাম, মো. কবির হোসেন কবু মোল্যা, এসএম হুমায়ুন কবির, মো. সাহিদুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মো. শামসুজ্জামান মিয়া স্বপন, মো. মাহবুব কায়সার, ইমাম হাসান চৌধুরী ময়না, মো. শমশের আলী মিন্টু, মো. আলী আকবর টিপু, কে এম হুমায়ুন কবীর, ওয়াহেদুর রহমান দিপু, মো. গিয়াস উদ্দিন বনি, মুহা: আমান উল্লাহ আমান, অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, পারভীন আক্তার, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, মোছা. আনজিরা খাতুন, নাদিরা হোসেন তুলি, রোকেয়া ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সচিব মো. ইকবাল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে গৃহীত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ‘টেকনিক্যাল ডকুমেন্ট প্রিপারেশন’ শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মিউনিসিপ্যাল গভর্ন্যান্স সার্ভিস অ্যান্ড প্রজেক্ট (এমজিএসপি)’র আওতায় কেসিসি দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক যৌথভাবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকল্পের কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে এই ওরিয়েন্টেশন দুই সংস্থার মধ্যে আইডিয়া এক্সচেঞ্জ, দক্ষতা বৃদ্ধি ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সিটি মেয়র উল্লেখ করেন। বিএমডিএফ-এর কর্মকর্তা মো. ইফতেখার, বুলবুল আহমেদ, মো. ওলিদ হুসাইন, মো. ওবায়দুল্লাহ শেখ, মো. মুহাবুবুর রহমানসহ কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএমডিএফ-এর প্রতিনিধিদল প্রকল্প বাস্তবায়নের স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন।

This post has already been read 3077 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …