বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবিতে ডিভিএম ১১ ব্যাচের স্নাতক সমাবর্তন বৃহস্পতিবার

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি : পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন প্রোগ্রাম আগামী ১৮ জানুয়ারী, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.হারুন উর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী,  সভাপতিত্ব করবেন অত্র অনুষদের ডিন প্রফেসর ড. মো রহুল আমিন.

দিনের শুরুতে সদ্য গ্রাজুয়েশন সম্পন্নকারী ভেটেরিনারিয়ান দের কীটবক্স ও ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান করা হবে। সন্ধ্যায় লাইভ কনসার্টের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে।

This post has already been read 3608 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …