Thursday , April 3 2025

বগুড়ায় এজি’র ৫৪তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি ফুড -এর আউটলেট  এখন বগুড়াতে। বুধবার (১৭ জানুয়ারি) এ উপলক্ষ্যে আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশে এটি এজি’র  ৫৪তম আউটলেট এবং বগুরাতে প্রথম। আউটলেটটি বগুড়ার নামাজঘর, নুরুল হক মার্কেট (চন্দ্রিমা ফুড) -এ অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এক নাম্বার ওয়ার্ডের সাবেক কমিশনার শফিউল ইসলাম নয়ন, স্থানীয় ব্যবসায়ী মালিক এসোসিয়েশন এর সভাপতি আলী আসগর চৌধুরী, সাবেক জাতীয় টেবিল টেনিস কোচ শাকিল সৈয়দ, এজি ফুড -এর বিপণন ও বাজারজাতকরণ বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম, আউটলেটের ফ্রাঞ্চাইজ সৈয়দা আফরা ওয়াসিমা এবং মো. মবিনুল ইসলাম ছাড়াও এজি ফুড এর কর্মকর্তাগণ ও স্থানীয় গণমান্য ব্যাক্তিগণ।

এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে বলে জানান, কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে

উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান

 

This post has already been read 3436 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …