বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে পূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। গতকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। শিক্ষক সমিতি নির্বাচনে ৪২৮ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে আওয়ামীপন্থি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের বিজয়ীরা হলেন, সভাপতি পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এ.এস. মাহফুজুল বারি, সহ-সভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, সাধারণ সম্পাদক পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. রায়হানুল ইসলাম এবং সদস্য পদে অধ্যাপক ড. মোবারক আকতার মো. ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, অধ্যাপক ড. গোপাল দাস, অধ্যাপক ড. মো. জাকির হোসেন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামীপন্থি ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপিপন্থি ‘সোনালী দল’ এর ২টি প্যানেলে মোট ২২জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার ৫৪০ জন শিক্ষকের মধ্যে ৪২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. আলী আশরাফ ও অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।