শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

অস্ট্রিয়া থেকে গ্রোটেক নিয়ে এসেছে নতুন ফিড এডিটিভস Anco FIT Poultry

নিজস্ব প্রতিবেদক: ফিসটেক (বিডি) লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান গ্রোটেক এনিমেল হেলথ বাজারে নিয়ে এসেছে Anco FIT Poultry নামক নতুন একটি পণ্য যা মূলত ফিড এডিটিভস। অস্ট্রিয়াভিত্তিক কোম্পানি Anco Animal Nutrition Competence GmbH এর পণ্য এটি। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার লা মেরিডিয়ান হোটেলে “Grand Launching of Anco FIT Poultry : A Modern Innovation” শীর্ষক এক সেমিনার আয়োজনের মাধ্যমে পণ্যটির বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং দুর্যোগ ব্যস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. শহীদ মোতাহার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Anco Animal Nutrition Competence GmbH -এর Managing Partner, Mr. Michael Eder  এবং সভাপতিত্ব করেন Growtech Animal Health এর ম্যানেজিং পার্টনার  এবং ফিসটেক (বিডি)লিমিটেড -এর চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেন ছাড়াও ফিসটেক (বিডি)লিমিটেড এর পরিচালক মোহাম্মদ তারিক সরকার, পোলট্রি বিশেষজ্ঞ, বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেমিনারেGrowtech Animal Health এর ম্যানেজিং পার্টনার এবং ফিসটেক (বিডি)লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক  মো. আতাউল করিম ভূইয়া স্বাগত বক্তব্যের মাধ্যমে বলেন, আমরা গুণগত পণ্য সরবরাহের মাধ্যমে দেশের পোলট্রি শিল্প উন্নয়নে যেমন ভূমিকা রাখতে চাই, পাশাপাশি খামারিদের বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরী সহায়তার মাধ্যমে সহযোগিতা করতে চাই । এ সময় তিনি পণ্যটি বাজারজাতকরণে সকলের সহযোগিতা চান।

সেমিনারে “Modern Toxin Binder and Its Implementation” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন Mr. Michael Eder Anco Animal Nutrition Competence GmbH -এর Managing Partner, Mr. Michael Eder. এ সময় তিনি পণ্যটির ব্যবহার, কারিগরী বিষয়, মুরগীর দেহে কীভাবে কাজ করবে এবং উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করবে তার বিস্তারিত তুলে ধরেন। পণ্যটিতে এমন কিছু উপাদান রয়েছে যা আফলাটক্সিনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এবং গাটের মাইক্রোফ্লোরার ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে বলে দাবী করেন Mr. Michael Eder তার প্রেজেন্টেশনের মাধ্যমে। এছাড়া প্রেজেন্টেশন শেষে আগত অতিথিদের কারিগরি বিষয়ক বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দেন তিনি।

সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ পণ্যটি ব্যবহারের আগে ফার্মে ট্রায়ালের তাগিদ দেন এবং প্রয়োজনে শেকৃবি এ বিষয়ে সহায়তা করবে বলে আশ্বাস দেন। এছাড়াও পণ্যটি ব্যবহারে মুরগির খাদ্য রূপান্তর হার (FCR) -এ যাতে কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেটি খেয়াল করার তাগিদ দেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে খন্দকার ফরহাদ হোসেন আগত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । এরপর কেক কাটার মাধ্যমে আমদানিকৃত পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উল্লেখ্য সেমিনারে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডা. তায়েবুর রহমান।

 

This post has already been read 4945 times!

Check Also

ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা সংবাদদাতা: ডিমের মূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …