সোমবার , জানুয়ারি ৬ ২০২৫

শেরপুরের নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

মো. স্বপন আহমেদ (নকলা, শেরপুর): ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। শেরপুরের নকলায় উপজেলায় সোমবার (২২জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, এসআই আব্দুস সাত্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

This post has already been read 4559 times!

Check Also

কৃষি আইনে কৃষক বলে কোন শব্দ নাই – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষি আইনে কৃষক বলে কোন …