বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবি’তে ক্যাফেটেরিয়া’র উদ্বোধন

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু (পবিপ্রবি):
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় টিএসসি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। পরে আলোচনা সভায় রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুছ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

This post has already been read 3336 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …