বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

বাকৃবিতে অফিসার পরিষদের নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের ২০১৮ সালের নয়া কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, অভিষেক অনুষ্ঠানে অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দীন উপস্থিত ছিলেন।

অফিসার পরিষদের নবগঠিত বার্ষিক কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে আরীফ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. জিয়াউল হাসান টিটু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ.শ.ম মঞ্জুরল কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আসিফ মাহমুদ, মহিলা সম্পাদক পদে মাকসুদা পারভিন নির্বাচিত হন। এছাড়াও বার্ষিক কার্যনির্বাহী কমিটিতে ছয়জন সদস্য রয়েছে।

This post has already been read 2542 times!

Check Also

ব্রির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

গাজীপুর সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) …