শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবিতে রংধনুর বসন্ত বরন ও পিঠা উৎসব

পবিপ্রবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন “রংধনু” এর উদ্যোগে মঙ্গলবার (১লা ফাল্গুন) বসন্ত বরন ও পিঠা উৎসব অনুষ্টিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ক্যাম্পাসে বর্ণিল আয়োজন করে সংগঠনটি।

শিক্ষার্থীরা বাসন্তী সাজে সজ্জিত হয়ে অংশ নেন এক আনন্দ শোভাযাত্রায়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়। বসন্ত বরণ অনুষ্ঠানে বাঊল সংগীত পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

সংগঠন এর সদস্যদের তৈরি পিঠা খেতে সর্বস্তরের শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা যায়। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের শিক্ষক ড. মো. সেলিম আহমেদ, ড. অসিত কুমার পাল, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ড. মো. আহসানুর রেজা, জেনারেল এনিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের শিক্ষক মো. এনায়েত কবীর, সংগঠন -এর সাধারণ সম্পাদক মোর্শেদ আলম নাঈম, কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক মো মোর্শেদ আলম নাঈম বলেন, “রংধনু অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছর ও আমরা বসন্ত বরন করেছি। আমাদের সংস্কৃতি কে ধারনকারী প্রতিটি দিবস আমরা সুন্দরভাবে পালন করে থাকি।”

This post has already been read 3615 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …